স্টাফ রিপোর্টারঃ মতলব উত্তর নিশ্চিন্তপুর গ্রামের কৃতি সন্তান, জমিদার বংশধর মুক্তিযোদ্ধা আলী ইমাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি……..রাজেউন)। গত ১৪ ডিসেম্বর সকাল ১১ টার সময় ঢাকার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
গত ১৫ আগস্ট বাদ যোহন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কবীর আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক, মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. ফজলুল হক সরকার হান্নান, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সারোয়ার ওয়াদুদ চৌধুরী, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, সাবেক চেয়ারম্যান এহসান মিয়া, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম সফিকুল ইসলাম, নিশ্চিন্তপুর উবির প্রধান শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।জানাযার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
মুক্তিযোদ্ধা আলী ইমাম চৌধুরী দীর্ঘদিন দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানাযার পর মুক্তিযোদ্ধা আলী ইমাম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদার গার্ড অব অনার দেয়া হয় যা পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ।
সাথে ছিলেন মতলব উত্তর থানার এসআই গোলাম মোস্তফাসহ সঙ্গী ফোর্স। পরে তাঁকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।
Leave a Reply