-
- মতলব উত্তর
- মতলব উত্তর উপজেলার নবনির্মিত অফিসার্স ক্লাবের ভবন ও শোভিত বটতলা উদ্বোধন
- Update Time : নভেম্বর, ১৬, ২০১৯, ৭:২২ অপরাহ্ণ
- 510 View
ইসতিয়াক জামান নাফিজঃ মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ) শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী (মাজিআ) নির্দেশে শুক্রবার বিকেলে নিশ্চিত পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া খলিফা ফোরাম উদ্যোগে (২৭ ডিসেম্বর আশেকান সম্মেলন) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মইনিয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ কামরুজ্জামান হারুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন খলিফা আলমগীর হোসেন, খলিফা ওমর আলী, খলিফা শাহ আলম, খলিফা মহসীন মিয়া, খলিফা আ: রহমান, খলিফা সিদ্দিকুর রহমান, খলিফা নজরুল ইসলাম সরকার, খলিফা বোরহান উদ্দিন, খলিফা আ: জব্বার, খলিফা আ: মান্নান মাষ্টার, খলিফা মাও: আবদুস সামাদ, খলিফা আক্কাস আলী মোল্লা, মতলব উত্তর উপজেলা আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা,আসাদ উল্লাহ বাবুল, রবিউল আউয়াল, আব্দুল মান্নান, দূর্গাপুর ইউনিয়ন আঞ্জুমান কমিটির সভাপতি মনির হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক জসিম খান, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, মোবারক হোসেন,মইনীয়া যুব ফোরামের সভাপতি নজরুল ইসলাম মামুন প্রমুখ।
আগামী ২৭ ডিসেম্বর নিশ্চিত পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সুন্নী মহা সম্মেলন করার ব্যাপারে ব্যাপক প্রচার, আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply