-
- মতলব উত্তর
- মতলব উত্তরে সরকারি খালে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটার অপরাধে জেল-জরিমানা
- Update Time : এপ্রিল, ৯, ২০২০, ৮:২৬ অপরাহ্ণ
- 410 View
কামরুজ্জামান হারুনঃ মতলব উত্তরের ওটার চর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহায়তায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯এপ্রিল) সকালে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন,হেড মাওলানা আমিনুল হক সরকার, জেষ্ঠ শিক্ষক নুরুল আমিন, আলী আকবর প্রধান, মাহবুবুর রহমান, জেষ্ঠ শিক্ষক ও দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক মোল্লা প্রমুখ।
ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক ও কর্মচারীদের অর্থায়নে বিদ্যালয়ে অধ্যয়নরত গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের অভিভাবক কে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল ,১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তৈল ও ১টি সাবান রয়েছে।
Leave a Reply