-
- মতলব উত্তর
- মতলব উত্তরে নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল //অবাঞ্চিত ঘোষণা
- Update Time : জুলাই, ৩১, ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণ
- 278 View
মতলব প্রতিনিধিঃ মতলব শহর এলাকার শিক্ষিত ৫ তরুণ তাদের মৌসুমি ফল ( আম) ব্যবসার মুনাফার ১০% এবং ব্যবসায়ী পার্টনারদের নিজ উদ্যোগে ফান্ডের টাকা এতিম অসহায়ের মাঝে তুলে দেন।
গতকাল ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাদরাসায় অধ্যয়নরত ১৫ জন শিক্ষার্থীর হাতে ৫শ টাকা করে তুলে দেন ইউএনও ফাহমিদা হক।
জানা যায়, শহর এলাকায় বসবাসরত ৫ তরুণ( হাবীব,তানভীর,ইমন,ফয়সাল ও শাকিল) সকলেই উচ্চ শিক্ষিত। তারা নিজেদের উদ্যোগে রাজশাহীর নওগাঁ থেকে ফরমালিনমুক্ত আম এনে বিক্রি করে। প্রচারণা পত্রে তারা উল্লেখ করেছিল লাভের ১০% এতিম অসহায়দের সহায়তায় ব্যয় করবে। তারা এ কাজে সহায়তাস্বরুপ নিজেদের অংশ থেকেও কিছু অংশ দান করে।
এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, মতলব সার্কেলের সিনিয়র এএসপি আহসান হাবীব, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মুফতী মোরশেদ আলম সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কাজের অন্যতম উদ্যোক্তা মোঃ হাবীব বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন ভবিষৎ তে যেনো আমাদের এইরকম কার্যক্রম চালিয়ে যেতে পারি । তাছাড়া গত বছরও আমরা এতিমদের সহায়তা করেছিলাম কোনোরকম আয়োজন ছাড়া। তাই অনেকেই আমাদের বলেছিল, এতিমদের অংশটা দিয়েছি কিনা। তাই এ বছর সবার পরিষ্কার ধারণার জন্য এভাবে আয়োজন করে ইউএনও স্যার ও অন্যান্য অতিথিদের মাধ্যমে দিলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ওদের কার্যক্রমটা আমার অনেক ভালো লেগেছে। শিক্ষিত তরুণদের এ উদ্যোগ অন্যদের ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।
Leave a Reply