-
- মতলব উত্তর
- মতলবের মৈশাদী মারকাযুস সুন্নাহ মোহাম্মদিয়া মাদরাসা পরিচালনা কমিটি গঠন
- Update Time : ফেব্রুয়ারি, ১৯, ২০২১, ৮:৪২ অপরাহ্ণ
- 87 View
আক্তার হোসেনঃ মতলব সূর্যমুখী কচি- কাঁচার মেলা ও কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের যৌথ উদ্যোগে মহারাজ লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৯ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় কচি- কাঁচা মিলনায়তনে ২০০৫ সালে এমভি মহারাজ লঞ্চ দুর্ঘটনায় কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের ছাত্রী শিলাত জাহান অর্থি, অধ্যাপক মোহাম্মদ আলী, শিক্ষক নেতা আবদুল হাই,ডাঃ মাসুদ, প্রকৌশলী ফারুক, ছাত্রনেতা খোকনসহ সকল নিহতদের স্মরণে এ দোয়া অনুষ্ঠিত হয়।
কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলু’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কচি- কাঁচা মেলার যুগ্ম পরিচালক দেওয়ান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত হোসেন,কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের সম্পাদক ফারুক বিন জামান, আল- আমিন ক্রীড়া চক্রের সভাপতি এস এম সেলিম, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদআলম, সাবেক ভিপি ও যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান, পৌর কৃষক লীগের আহবায়ক গোলাম হায়দার মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, আল- আমিন ক্রীড়া চক্রের কর্মকর্তা দেওয়ান সুরুজ, মোজাম্মেল হক খোকন,কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান মৃধা, দৈনিক আলোকিত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, মনির হোসেন বেপারী, মহসিন পাটোয়ারী, জসীম উদ্দিন মৃধা, শিহাব পাটোয়ারী, নাজমুল আহসান খোকন, মিনার চৌধুরীসহ শিক্ষক ও ছাত্র – ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা মসজিদের খতিব হাফেজ মুফতি মোরশেদ আলম সিরাজী।
Leave a Reply