-
- Uncategorized
- Research Paper Assistance
- Update Time : অক্টোবর, ৩১, ২০২০, ২:৪০ অপরাহ্ণ
- 175 View
মো. আক্তার হোসেনঃ মতলব দক্ষিণ উপজেলা সদর এলাকায় দু’ টি কোল্ড স্টোরেজে আলু মজুদ ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
৩১ অক্টোবর শনিবার দুপুরে সহকারী কমিশনার ( ভূমি) ও বিচারক নুসরাত শারমিন এ জরিমানা করেন।
জানা যায়, পর্যাপ্ত আলু কোল্ড স্টোরেজে মজুদ রেখে বাজারে আলুর কৃত্রিম সংকট তৈরি করা এবং সরকার নির্ধারিত ২৭ টাকা মূল্যে আলু বিক্রয় না করে কেজি প্রতি ৩৪-৩৮ টাকা মূল্যে কৃষক/ব্যবসায়ীদেরকে বিক্রয় করার অভিযোগে মেসার্স মমতা কোল্ড স্টোরেজ ও মেসার্স করিম কোল্ড স্টোরেজের মালিকদেরকে ভ্রাম্যমাণ আদালতে মোট ৭৫০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলামসহ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসিল্যান্ড নুশরাত শারমিন বলেন, অবিলম্বে মজুদকৃত আলু সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বাজারে সরবরাহের ব্যবস্থা গ্রহণে কোল্ডস্টোরেজ মালিকগণকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে
Leave a Reply