-
- মতলব দক্ষিন
- মতলবে খন্দকার ইব্রাহীম খালেদ স্মরণে আলোচনা সভা ও দোয়া
- Update Time : সেপ্টেম্বর, ৯, ২০২০, ৮:৫৫ অপরাহ্ণ
- 132 View
মোঃ আক্তার হোসেনঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বাস্তবায়নে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । ৯ সেপ্টেম্বর বুধবার বিকালে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাও বাজারে ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা হক।
জানা যায়, উপজেলার নায়েরগাও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করা,মিষ্টির প্যাকেট অতিরিক্ত ওজন হওয়ায় ও বিক্রয়ের জন্য মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৭ টি মামলায় ৭ ব্যবসায়ীকে ১৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া চলাচলের রাস্তা দখল করায় দোকানের সামনের সকল ছাউনি কেটে দেওয়া হয় এবং অবৈধভাবে বসানো মালামাল রাখার চৌকি সরিয়ে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ আবু ছায়েদসহ মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply