ফজলে রাব্বী ইয়ামিনঃ মতলব দক্ষিণ উপজেলায় সপ্তাহ ব্যাপী চলা ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার শেষ দিনে গ্রাহকদের ব্যাপক ভীড় লক্ষ করা গেছে।১৬ এপ্রিল সেবা সপ্তাহের শেষ দিনে প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।
ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন, পৌর ভূমি কর্মকর্তা হাবিব উল্লাহ পাটোয়ারী, সার্ভেয়ার জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এ সময় মতলব পৌরসভার বিভিন্ন এলাকার ভূমির মালিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply