মতলব অফিস ঃ মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস মিয়া (৮৫) ২৬ ফেব্রুয়ারি নিজ গ্রামের বাড়ি ডিঙ্গাভাঙ্গায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজিউন)। মৃত্যুকালে ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেগেছেন।
পরে তাঁর লাশ বাদ আসার জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস মিয়াকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, মতলব দক্ষিণ থানার এসআই মোঃ জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
Leave a Reply