-
- কচুয়া
- কচুয়া পৌর নির্বাচন মেয়র পদে ৩, সংরক্ষিত মহিলা আসনসহ কাউন্সিলর পদে ৫৫ জনের মনোনয়ন পত্র জমা
- Update Time : জানুয়ারি, ৯, ২০২১, ৮:৫৮ অপরাহ্ণ
- 54 View
আক্তার হোসেনঃ ৯ জানুয়ারি জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মতলব দক্ষিণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
৯ জানুয়ারী শনিবার দুপুরে কচি- কাঁচা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে নব জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রাথমিক বিদ্যালয় কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করেন।
উপজেলার চর বাইশপুর সপ্রাবির প্রধান শিক্ষক ও কল্যাণ সমিতির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও পশ্চিম নাগদা সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ শাহজামালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, আল আমিন ক্রীড়া চক্রের সভাপতি এস এম সেলিম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধানীয়া, আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, দেওয়ান মোঃ সুরুজ,সুজাতপুর কলেজের অধ্যাপক অরুণ চন্দ্র সরকার,কচি- কাঁচা সপ্রাবির প্রধান শিক্ষক আব্দুস সোবহান প্রমুখ।
শিক্ষকগণ বলেন,সম্মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবধান আমরা কখনো ভুলবনা। আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন। তিনি সারা বাংলার চব্বিশ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করে আমাদের ও আমাদের পরিবারকে সুন্দর ভবিষ্যত গড়ে দিয়েছন।
পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মোরশেদ আলম সিরাজী।
Leave a Reply