-
- Uncategorized
- Writing Essays – How to Easily End Writing Essays For Free
- Update Time : অক্টোবর, ২৮, ২০২০, ৩:৫৮ অপরাহ্ণ
- 162 View
মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার পয়ালী বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জিপসহ ডাকাতদলের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ( ২৮ অক্টোবর) মধ্য রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো- নজরুল(৩২) কোতায়ালি- কুমিল্লা, রুমন (৩২) ফরিদগঞ্জ- চাঁদপুর, রাসেল(৩০) বরিশাল বর্তমান বসবাস মহামায়া- চাঁদপুর সদর, মোঃ ইসলাম (৩৮) সীতাকুন্ড- চট্টগ্রাম-২, মির হোসেন লিটন(৩৫) রোজারগঞ্জ- চট্টগ্রাম,রাসেল(২৫) মোহামায়া- চাঁদপুর সদর।
পুলিশ জানায়, আটককৃত ডাকাতদলের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, চাকু, দড়ি,তালা কাটার মেশিন, স্ক্রু ডাইভার উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতদলের প্রত্যেক সদস্যকে আলাদা জিজ্ঞাসাবাদ চলছে। সংঘ চক্রের কোনো তথ্য পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখনো জানা যায়নি।
ওসি স্বপন কুমার আইচ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় থানায় ডাকাতি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের আগামিকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply