স্টাফ রিপোর্টারঃ মতলব উত্তর উপজেলার জেএসসি পরীক্ষায় ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন বৃত্তি লাভ করেছে।
মঙ্গলবার প্রকাশিত এ ফলাফলে দেখাযায়, চরকালিয়া উচ্চ বিদ্যালয় থেকে মেধাতালিকায় ৬ জন এবং সাধারন গ্রেডে ৯ জন বৃত্তি লাভ করে।
মেধাবৃত্তি লাভ করেছে যারা তারা হলো- ইসরাত জাহান মিম(৬২৩৭৯৮), শারমিন আক্তার (৬২৩৮০০), মিথিলা আক্তার (৬২৩৭৯৯), শিরিন এবাদি(৬২৩৮০১), বায়েজিদ(৬২৩৯৬৪), মাইমুনা আক্তার (৬২৩৮০২) এবং সাধারন গ্রেডে বৃত্তি পাওয়া ৯ জন হলো- মুমনতাসির ফাহিম(৬২৩৯৬৫), সিনথিয়া ইসলাম (৬২৩৮০৮), সামিউল ইসলাম (৬২৩৯৬৭), মোঃ রায়হান(৬২৩৯৬৩), আয়েশা সুলতানা (৬২৩৮০৭), আব্দুল্লাহ আল নাঈম(৬২৩৯৬২), মোঃ রেদোয়ান হক(৬২৩৯৬৭), শাহাদাত হাসান(৬২৩৯৬৮), লোকমান হোসেন (৬২৩৯৭৯)।
ফলাফলের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন জানান, শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের তদারকির কারনেই এই ভাল ফলাফল। তাছাড়া সকলের আন্তরিক প্রচেস্টা ও ঐতিহ্যের ধারাবাহিকতাতেই চরকালিয়া উচ্চ বিদ্যালয় ভাল ফলাফল করে আসছে।
Leave a Reply