-
- Uncategorized
- The Fundamental Truth about Photo Editor Software
- Update Time : জানুয়ারি, ৩, ২০২১, ১০:৩৪ অপরাহ্ণ
- 96 View
আক্তার হোসেনঃ “ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়।
০২ জানুয়ারি শনিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার রুহুল আমিন মিয়াার সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
এ সময় মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন,দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, ওয়ার্ড কাউন্সিলর মোঃ মামুন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, সমাজসেবা কার্যক্রমের আওতায় ২৪ জন (০৬জন প্রতিবন্ধীসহ) ঋণগ্রহীতার মধ্যে ৫ লাখ৯৮ হাজার টাকা বিতরণ করা হয়,এবং ১৫ জন বয়স্ক ভাতাভোগীর মাঝে ভাতা বই বিতরণ এবং দুজন শারিরীক প্রতিবন্ধী ব্যাক্তির (একটি শিশুসহ) মাঝে রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে হুইল চেয়ার বিতরণ করা হয় ।
Leave a Reply