মতলব প্রতিনিধি: স্থায়ী আমানতের বিপরীতে মোটাঅংকের লোন প্রদানের প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের টাকা নিয়ে উদাও হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) নামের এনজিও সংস্থা। এই নিয়ে ভুক্তভোগী গ্রাহক রাবেয়া বেগম মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন।
অভিযোগ ও সরেজমিনে জানা যায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (গভঃ রেজিঃ ১৭২/১৯৮৪-২৭৮) নামের এনজিও সংস্থাটি গত দুই মাস পূর্বে মতলব
দক্ষিণ উপজেলার ভাঙ্গারপাড় এলাকার প্রবাসী খোকনের বাসা ভাড়া নেয়। অফিস ভাড়া নেওয়ার পর থেকে তারা উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষকে স্থায়ী আমানতের
বিপরীতে অধিক পরিমাণে ঋণ প্রদানের প্রলোভন দিয়ে আসে। তাদের এই প্রলোভনে পড়ে শতাধিক গ্রাহক প্রায় ১০ লক্ষ টাকা জমা প্রদান করে ঋণের আশায়। কিন্তু গত ২৬ জানুয়ারী সংস্থাটির ভাঙ্গারপাড় অফিসে গিয়ে দেখা যায় সেটি তালাবদ্ধ। অফিস তালাবদ্ধ দেখে পশ্চিম বাইশপুর গ্রামের রাবেয়া বেগম, হাসেম, মধ্য দিঘলদী গ্রামের হোসনেয়ারা, মমতাজ বেগমসহ অনেক গ্রাহক নিরুপায় হয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মৌখিক এবং লিখিত অভিযোগ জানায়।
অভিযোগকারী রাবেয়া বেগম বলেন, ৩০ হাজার টাকা জমার বিপরীতে তিন লক্ষ টাকা ঋণ পাওয়ার জন্য তাদের কাছে টাকা জমা দেই। কিন্তু টাকা দেওয়ার দিন অফিস তালা দেখে এলাকাবাসীর কাছে জানতে পারলাম যে, ২৫জানুয়ারি রাতে বাইশপুর গ্রামের জহির সরকার, মতিন মেম্বারসহ আরো কয়েকজন সংস্থার লোকজনকে আটক করে কিছু গ্রাহকের টাকা আদায় করে দেন। কিন্তু আমি আমার
টাকা পাওয়ার জন্য টিএনও স্যারের কাছে অভিযোগ দেই।
এই বিষয়ে বিডিএস মতলব শাখার এরিয়া ম্যনেজার ইব্রাহিম খলিলের ব্যবহ্নত ০১৮৯০৮৮৫১৬ নম্বরে বার বার কল দেওয়ার পরও কোনো সাড়া পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, গ্রাহকদের অভিযোগ পেয়েছি, থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply