স্টাফ রিপোর্টারঃ গরীবের চিকিৎসক নামে খ্যাত মতলব উত্তরের ফজলু ডাক্তারের আজ ২৩ তম মৃত্যুবার্ষিকী। ওনার বাড়ী ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুরে হলেও জীবন কাটিয়েছেন ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ এলাকায়। এই এলাকার মানুষের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। আশেপাশের গরীব মানুষগুলোর চিকিৎসা ক্ষেত্রে তিনিই ছিলেন একমাত্র ভরসা। আমিরাবাদ থেকে শুরু করে উত্তরে আনন্দবাজার, পূর্বে গাজীপুর, দক্ষিন ও পশ্চিমে চরাঞ্চলের সর্বত্রই তিনি ছিলেন জনপ্রিয়। এসব এলাকার সব বয়সের মানুষেরই তিনি নাম জানতেন। জনপ্রিয় এই মানুষটি একদিন সবাইকে কাঁদিয়ে চলেযান না ফেরার দেশে।
১৯৯৬ সালের ১৯ সেপ্টেম্বরের এই দিনে ডাঃ ফজলুল করিম চলেযান ওপারে। ধনী-গরীব সকল শ্রেনীর মানুষের মাঝেই দেখাযায় আপনজন হারানোর বেদনার আকুতি। চিকিৎসাক্ষেত্রে এ অঞ্চলে দেখা দেয় শুন্যতা।
আজকের এই দিনে মরহুমের সন্তান সহকারী শিক্ষা অফিসার মানসুর আহমেদ তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
Leave a Reply