স্টাফ রিপোর্টারঃ মতলব সূর্যমূখী কঁচি-কাঁচার মেলা কর্তৃক পরিচালিত কঁচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১ নভেম্বর মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কঁচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেলার সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, কঁচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সম্পাদক ফারুক বিন জামান, কোষাধ্যক্ষ মোস্তফা কাদরী, সদস্য দ্বিজেন দাস, মেলার যুগ্ম সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, এক্সিম ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল কাদের সালাউদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আকতার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদল। কোরআন তেলওয়াত করেন সোহেব আহম্মেদ, গীতা পাঠ করেন, টিয়া দাসগুপ্ত। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply