মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের একাধিক প্রবেশ পথে বেড়া ও লাল পতাকা টানিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতির উদ্যোগে ও এলাকাবাসীর সহায়তায় এ ব্যবস্থা নেয়া হয়।
জানা যায়, ওই ইউনিয়নে যাতে লোকজন অবাধ যাতায়াত ও বাহির থেকে গ্রামে প্রবেশ করতে না পারে সেজন্য মাষ্টার বাজার থেকে ঘোষের হাট এবং পিংড়া থেকে মাষ্টার বাজার পর্যন্ত পাকা রাস্তায় বেড়া দিয়ে লাল পতাকা উড়ানো
হয়। করোনা ভাইরাস বিস্তার রোধে জনগনকে সাবধান করাও এ কাজের মূল লক্ষ্য।
ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, দিন যতই যাচ্ছে আমরা ততই করোনার ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত অনেকেই গ্রামে ঢুকে যেতে পারে। গ্রামের মানুষের নিরাপদের কথা ভেবে প্রবেশ বন্ধ করে দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, চেয়ারম্যান সাহেব বিষয়টি আমাকে জানিয়েছে। শুধু অবাধে ও অহেতুক ঘোরাফেরা বন্ধ থাকবে। তবে জরুরী সেবা প্রদানের বাহন এবং খাবার গাড়ি প্রবেশ ও বাহির হতে পারবে।
Leave a Reply