স্টাফ রিপোর্টার: দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আল- আমিন ক্রীড়া চক্র করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের ব্যবহারের জন্য কাপড়ের মাস্ক বিতরণ করে। গতকাল ২৭ জুন শনিবার দুপুরে স্থানীয় ম্যাক্সি- স্ট্যান্ড এলাকায় আল- আমিন ক্রীড়া চক্রের মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্ধোধন করেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, ক্লাবের সভাপতি এস এম সেলিম। এ সময় ক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি দেওয়ান রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি রোকনুজ্জামান রোকন, মোঃ আক্তার হোসেন, ক্লাবের সহ- সভাপতি মনির হোসেন বেপারী, অর্থ সম্পাদক সোহাগ পাঠান, মোহাম্মদ সালাউদ্দিন, প্রচার সম্পাদক রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকির, ক্রীড়া সম্পাদক আক্তার হোসেন লিটন, সদস্য মোহাম্মদ তানভীর, মোহাম
Leave a Reply