-
- মতলব উত্তর
- মতলবের মৈশাদী মারকাযুস সুন্নাহ মোহাম্মদিয়া মাদরাসা পরিচালনা কমিটি গঠন
- Update Time : অক্টোবর, ২, ২০২০, ১০:৪৪ অপরাহ্ণ
- 129 View
মো. আক্তার হোসেনঃ “সেবার সুড়ঙ্গ পথে হাঁটবো আমরা, এটাই আমাদের অঙ্গীকার” এই স্লোগান নিয়ে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সমাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘অঙ্গীকার বন্ধু সংগঠন’ এর সংগঠনের ২০২০-২১ সনের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর শুক্রবার বিকাল তিনটায় মতলব পৌরসভাস্থ স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আল আমিন মিয়াজী।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশরাফুল জাহান শাওলিনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ সরকার তৌহিদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ তালুকদার, শামীম আহমেদ হীরা, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিম প্রধান, মহিলা সম্পাদিকা নাদিয়া জাহান নাসরিন, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন, প্রচার সম্পাদক ইমরান নাজির, নির্বাহি সদস্য সাম্মির হোসেন।
পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য বিষয়ক সম্পাদক চয়ন চন্দ্র ঘোষ, সহ প্রচার সম্পাদক আহসান আরিফ নিলয়, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তানজিনা কাকলি, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, সহ ক্রীড়া সম্পাদক শোয়েব আহমেদ শাহরিয়ার,আপ্যায়ন সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী সদস্য নুরুন্নাহান আঁখি, নাসিমা ইসলাম সীমা, নির্বাহী সদস্য মুন্না সরকার প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ড নিয়ে যাত্রা শুরু করে অঙ্গীকার বন্ধু সংগঠন। সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মতলব দক্ষিণ উপজেলার সুশীল সমাজের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
Leave a Reply