মতলব অফিসঃ মতলব দক্ষিণ উপজেলার সর্ব-প্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির নূতন ভবন উদ্বোধন উপলক্ষে ১ মার্চ বিদ্যালয়
মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) মাহমুদুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কামরুল ইসলাম শিহাব ও নুরুজ্জামান পাভেলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার ও সমাজসেবক মঙ্গল খান, বিদ্যালয়ের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, রোটা. রেদওয়ান আহমেদ জাকির, পরিচালক (অর্থ) মোঃ মনির হোসেন, পরিচালক (ক্রয়) মোঃ শাহআলম বাদল, পরিচালক সোহেল কাজী, শোভনকর্দী সপ্রাবির প্রধান শিক্ষক আসমা খাতুন প্রমুখ।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মান্নান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply