জহিরুল হাসান মিন্টুঃ বন্যার পানি বৃদ্ধিতে চাঁদপুরের মতলব উত্তরে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাধ পরিদর্শন করেন অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি।
বৃহস্পতিবার(৬ আগষ্ট) দুপুরে মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের শিকিরচর , সুগন্ধি, ষাটনল বাবু বাজার ও বেলতলি এলাকায় মাটি ও ব্লক ধেবে যাওয়া অংশ পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় মাটির বস্তা ফেলে উদ্বোধন করেন।
এ সময় সাথে ছিলেন ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাড মহসীন মিয়া মানিক, এমপির পিএস এডভোকেট
লিয়াকত আলী সুমন,ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা আশরাফ উদ্দিন টিপু, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া প্রমুখ।
উল্লেখ্য মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ হুমকির মুখে। ফলে বেড়িবাঁধের ভেতরের লোকজন প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বেড়িবাঁধের রক্ষনা বেক্ষনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এ জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।
Leave a Reply