-
- ফরিদগঞ্জ
- নৌকা হল উন্নয়নের প্রতিক মুক্তিযুদ্ধের প্রতিক……..আবুল খায়ের পাটওয়ারী
- Update Time : ফেব্রুয়ারি, ২৬, ২০২০, ৬:২১ অপরাহ্ণ
- 541 View
শহিদুল ইসলাম খোকনঃ মতলব উত্তর উপজেলার কালীপুর মা ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্য ফাতেমা চৌধুরী বিথী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। এ ছাড়াও সাধারন গ্রেডে বৃত্দি লভ করেছে সাহেলা জাহান অর্থী ও মোঃ রাশেদুল ইসলাম।
উল্লেখ্য, ষাটনল ইউনিয়ন থেকে এই ৩ জনেই এবছর বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সবার কাছে দোয়া চেয়েছেন। তারা যেন বড় হয়ে আলোকিত মানুষ হতে পারে এবং দেশের কল্যানে কাজ করতে পারে।
Leave a Reply