ফজলে রাব্বী ইয়ামিনঃ মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন “ডিঙ্গাভাঙ্গা আদর্শ বন্ধু সোসাইটি’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সোমবার ২৮ অক্টোবর বিকাল ৫টায় বিতরন করা হয়েছে।
এদিকে উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের হাটখোলা (প্রধানীয়া বাড়িতে) গত ২৫ অক্টোবর শুক্রবার রাতে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভস্মিভূত হয়। এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন “ডিঙ্গাভাঙ্গা আদর্শ বন্ধু সোসাইটি’র পক্ষ থেকে চাল, ডাল, পেঁয়াজ, তৈল, লবন, সাবান,আলু ইত্যাদি সামগ্রী সহ অনুদান প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ডিঙ্গাভাঙ্গা আদর্শ বন্ধু সোসাইটির সদস্যবৃন্দ।
Leave a Reply