শামসুজ্জামান ডলারঃ মতলবের আলহাজ্জ্ব এমরান হোসেন মিয়া পুনরায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।
গত ২৮ ডিসেম্বর ২০১৯ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটে জাতীয় পার্টির ৯ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। চেয়ারম্যান মসিউর রহমান রাঙাকে মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
৬ জানুয়ারী সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান, এ পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম প্রেসিডিয়ামের ৪১ জন সদস্যদের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করেন।চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্জ্ব এমরান হোসেন মিয়াকে পুনঃরায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বচিত করা হয়েছে।
এমরান হোসেন মিয়া রাজনৈতিক জীবনে মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক, জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ভাইস-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিগত ১০ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন।
Leave a Reply