ষ্টাফ রিপোর্টারঃ মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের (রেজিঃ নং-৭৫/চাঁদ/৯৮) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
নির্বাচনে সভাপতি পদে ২জন ও সাধারন সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে মোঃ মনির হোসেন বেপারী ও মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক পদে মোঃ ওমর খান ও নাসির উদ্দিন ফরাজী। বাকী পদ গুলোতে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে।
রোববার প্রচার প্রচারনায় শেষ সময় ছেংগারচর বাজারের বিভিন্ন সড়কে নির্বাচনি শোডাউন করেছেন প্রার্থীরা। তারা ভোটারের দ্বারে দ্বারে ঘুরে ভোট চেয়েছেন।
ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের ৪৮৫ জন ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করবেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইবনাল মঈন আহমেদ রিপন এবং সদস্য মোঃ সবুজ সরকার ও মাহবুব আলম লাভলু। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইবনাল মঈন আহমেদ রিপন জানান, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply