মো. নাছির উদ্দীন: চার দলীয় নারী টি-২০ টূর্নামেন্টের ট্রফি জিতেছে বাংলাদেশ নারী দল। বুধবার ভারতের বিহার রাজ্যের পাটনায় অনুষ্ঠিত ফাইনালে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারিয়ে ট্রফি জয়ের উৎসব করেছে সালমারা।
ফাইনালে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী দল মুরশিদার ৩৪ ( ৩৮ বলে ৩ চার), সানজিদার ৩৪ ( ৩২ বলে ৩ চার ) নিগারের ১৮ রানে ভর করে ১১৭/৭ স্কোর দাঁড় করায়। শ্লগটা অবশ্য ভাল হয়নি। শেষ ৩০ বলে ২৪ রান যোগ করতে হারিয়েছে বাংলাদেশ নারী দল ৪ ব্যাটার। ভারতের তনুজা পেয়েছেন ৩ উইকেট (৩/১৪), নুপুরের শিকার ২ উইকেট (২/১৮)।
জবাব দিতে এসে ব্যাটিং পাওয়ার প্লে’র ৬ ওভারে ভারত ‘বি’ দলকে ব্যাকফুটে নামিয়ে দেন জাহানারা,সালমারা। স্কোরশিটে ২০ উঠতে ৩ উইকেট হারিয়ে ম্যাচে আর ফিরতে পারেনি ভারত ‘বি’। জাহানারা (২/১৭),সালমা (২/১৮) , খাদিজা (১/২০) এবং নাহিদার (১/২৩) বোলিংয়ে ১০৩/৮ এ থেমে যায় ভারত ‘বি’।
টুর্নামেন্টের অন্য দুই দল ছিল ভারত ‘এ’ দল ও থাইল্যান্ড জাতীয় দল।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন নারী টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দারুন আত্মবিশ্বাস অর্জন করলো বাংলাদেশ নারী দল।
Leave a Reply