মতলব প্রতিনিধি: মতলব পৌরসভার ১১২নং বাবুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জাহাঙ্গীর হোসেন মিয়াজী। ৫ অক্টোবর সকালে বিদ্যালয় মিলনায়তনে কাউন্সিলর ইকবাল পাটোয়ারীর সভাপতিত্বে সদস্যগণের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে ম্যানেজিং কমিটির ১১ সদস্যবৃন্দের ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্ধি প্রার্থী শাহপরান মিয়াজী পেয়েছেন ৩ ভোট। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য মিছির আলী সরকার, রাবেয়া বেগম, হেপী বেগম, আলহাজ্ব মাহবুব আলম মিয়াজী, প্রধান শিক্ষক ফাতেমা বেগম, ইউসূফ মিয়াজী, স্থানীয় মাদ্রাসা ও মসজিদের সহ সভাপতি আবুল কালাম মিয়াজীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply