মো. নাছির উদ্দীন : বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে না বলে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) জানিয়ে দিয়েছে আফগানিস্তান।
আগামী ২৫ মার্চ বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি হওয়ার কথা ছিল সিলেটে। জানা গেছে, করোনাভাইরাসের উদ্ভট পরিস্থিতির কারণে বাংলাদেশে আসতে চাচ্ছে না আফগানিস্তান। তাই নির্ধারিত সময় ম্যাচটি হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এর আগে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো ওমান তাদের দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ অবশ্য রাজি হয়নি এই প্রস্তাবে। তবে এএফসি ইতিমধ্যে কথা বলেছে বাংলাদেশ, ভারত, ওমান, আফগানিস্তানের ও কাতারের সঙ্গে। এএফসি পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো কারণে মার্চে ম্যাচ আয়োজন সম্ভব না হলে জুনের মধ্যে শেষ করতেই হবে। প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। প্রতিপক্ষ হলো- আফগানিস্তান, ওমান ও ভারত।
Leave a Reply