এস.এম ইকবাল: ফরিদগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের শুন্য কোটা থেকে ৫ বছরে ৭০% উন্নয়ন কাজ সম্পন্ন করায় সর্বস্তরের জনসাধারনের পক্ষ থেকে মেয়র মাহফুজুল হককে নাগরিক সংবর্ধনা ও আগামী পৌর নির্বাচনে পূনরায় মেয়র নির্বাচিত করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সর্বস্তরের জনসাধারনের আয়োজনে চরবসন্ত সরকারী প্রথমীক বিদ্যালয় মাঠে উক্ত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুকবুল আহম্মেদ হাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মাহফুজুল হক।
এ সময় মেয়র মাহফুজুল হক বলেন, আমি মেয়র হওয়ার পূর্বে পৌর এলাকার একটি রাস্তাও পাকা ছিল না। বর্তমানে পৌর এলাকার প্রায় ৭০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। রাস্তা ঘাট ছাড়াও পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ দৃশ্যমান এবং যেটুকু কাজ বাকি রয়েছে, সেই কাজ গুলো সম্পন্ন করতেই পুনঃরায় মেয়র হতে চাই।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি, পৌর নাগরিকদের দোয়া এবং সমর্থন ও সার্বিক সহযোগীতার মধ্য দিয়ে আমি আপনাদের সেবক হিসেবে আমৃত্যু কাজ করে যেতে চাই। সেই সঙ্গে দূর্নীতিমুক্ত পৌরসভা গঠন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
Leave a Reply