স্টাফ রিপোর্টারঃ ফেনী জেলার ফুলগাজী উপজেলার ধর্মপুর এডুকেশনাল এস্টেটে অাজ রবিবার সকালে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছেসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে বিদ্যালয়ের প্রায় ৬শত শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাবেক আমজাদ হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান মজু চেয়ারম্যান।
লাল সবুজ উন্নয়ন সংঘ চান্দিনা শাখার সভাপতি সৌরভ মাক্সুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফুলগাজী শীল্পকলা একাডেমীর সদস্য জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ফুলগাজী প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোর্সেদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার ফুলগাজী প্রতিনিধি মোঃ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সজিব ও লাল সবুজ সংগঠনের সদস্য হৃদয়, ফজলে রাব্বি, আকাশ প্রমুখ।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দিন।
কৃৃতজ্ঞতা প্রকাশ করছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কুতুব উদ্দিন ভাইয়ার প্রতি।
Leave a Reply