এস.এম ইকবালঃ ফরিদগঞ্জে কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব পালিত হয়েছে। নতুন স্কুল, নতুন বই, নতুন ঘ্রাণ, নতুন স্বপ্নে শিক্ষার্থীরা বই হাতে পেয়ে উজ্জীবীত-উল্লসিত।
বই উৎসবে, প্রধান অতিথি ছিলেন উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফী।
ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠিত স্কুলটি
সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষাবান্ধব আয়োজনে এ বছরই যাত্রা
শুরু করেছে।
বই বিতরণ পূর্ব আলোচনায় প্রধান অতিথি বলেন, এ
প্রথম ফরিদগঞ্জে সম্পূর্ণ মাল্টিমিডিয়া পদ্ধতিতে ও
শীতাতপ নিয়ন্ত্রিত একটি স্কুল প্রতিষ্ঠা হলো। আমি
স্কুল-এর পরিচালনা পদ্ধতি বিষয়ে সার্বিক পরিকল্পনা শুনে
অভিভূত। আমি আশা করছি, এটি একটি মানসম্মত
বিদ্যালয় ও কলেজ হবে। তিনি বিদ্যালয়ের সাফল্য কামনা করেন।
বুধবার সকালে, ফরিদগঞ্জ এ.আর, মডেল পাইলট হাই স্কুলের সাবেক শিক্ষক ও কে.আর. স্কুল এন্ড কলেজ-এর চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ আলম তালুকদারের সভাপতিত্বে¡ বিশেষ অতিথি হিসেবে বালিথুবা হেদায়েতনগর-এর পীর শাহ মুহাম্মদ মমিনুল হক উপস্থিত ছিলেন।
বই বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.
শিমুল হাছানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান ও বিশেষ অতিথি শিক্ষার্থীদে হাতে নতুন
বই তুলে দেন এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।
Leave a Reply