এস. এম ইকবালঃ ফরিদগঞ্জে দুঃস্থ, অসহায়, কর্মহীন মানুষের জন্য স্থানীয় সাংসদ মুহম্মদ শফিকুর রহমানের পক্ষে খাদ্য সহায়তা নিয়ে বিরামহীন ছুটে চলছে কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ- কমিটির সাবেক সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
প্রতিদিন ছুটে চলছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। কর্মহীন মানুষ সাংসদের দেওয়া খাদ্য সহায়তা পেয়ে খুশি।
সোমবার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ও সুবিদপুর পূর্ব ইউনিয়নের শ্রমজীবি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম ভূঁইয়া, ৬ নং গুপ্টি ইউনিয়ন আ’লীগের সভাপতি ইলিয়াছ বেগ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আ’লীগ নেতা জানিবুল হক জুয়েল, গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুস ছাত্তার পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন আ’লীগ নেতা সোহেল মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম প্রমূখ।
এসময় বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারনে দিনমজুর লোকরা কর্মহীন হয়ে পড়েছে তাই সমাজের বিত্তবানদের উচিৎ এদের পাশে দাড়ানো। সরকার এই কর্মহীন ও দরিদ্রদের আন্তরিকভাবে সহযোগীতা দিয়ে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি আমাদেরও সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া উচিৎ আর একথা ভেবেই আমি আমার সাধ্যমতো সহযোগীতা করে যাচ্ছি।
Leave a Reply