এস. এম ইকবালঃ মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষার জন্য দেশব্যাপি চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া পৌর এলাকার ১ ও ৯ নং ওয়ার্ডে সকল নাগরিকদের ঘরে ঘরে সরকারের দেওয়া খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন মেয়র মাহফুজুল হক।
এসময় জনগনের উদ্দেশ্য তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা পেতে হলে সরকার কর্তৃক ঘোষিত সময়ে জরুরী কাজ ছাড়া বাহিরে না গিয়ে ঘরে অবস্থান করে, আল্লাহর সাহায্য কামনা করুন।
তিনি আরো বলেন, দেশের এই দুর্যোগের সময় আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সকলের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে কোন লোককে অনাহারি থাকতে হবে না। অন্তত যাতে তারা দুই বেলা ভাত খেয়ে থাকতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।
Leave a Reply