এস.এম ইকবালঃ চাঁদপুরের ফরিদগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
১২ মে মঙ্গলবার দুপর ১২টার দিকে উপজেলার পৌরসভার কেরোয়া গ্রামে মোসাম্মৎ সাদিয়া নামের এই শিশুর মৃত্যু হয়। সাদিয়া একই উপজেলার বালিথুবা গ্রামের প্রবাসী শাহাদাত
সর্দারের মেয়ে।
পরিবরিক সূত্রে জানা যায়, শিশুটি
খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পাশের্^র পুকুরে
পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যয়ে লাশ ভাসতে
দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রæত কেরোয়া
মজিদিয়া ট্রাষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
ডাক্তার শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
Leave a Reply