স্টাফ রিপোর্টার: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজনে ৩ দিন ব্যাপী মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ২৮ জন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ (আবাসিক) সম্পন্ন হয়েছে।
২২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ কর্মশালা পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সমাপন অনুষ্ঠান।
পিআইবি’র পরিচালক প্রশাসন ও প্রশিক্ষণ মোঃ ইলিয়াস ভূঁইয়ার সভাপতিত্বে ও পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত এর সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ মফিজুর রহমান।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ইত্তেফাকের মতলব উত্তর প্রতিনিধি শামসুজ্জামান ডলার, দৈনিক চাঁদপুর প্রবাহের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ গোলাম হায়দার মোল্লা। পরে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এর পূর্বে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানের মতলবের ২৮ জন কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল। এ সময় সঙ্গে ছিলেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটওয়ারী। এদিকে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুলকে পিআইবি’র পক্ষ থেকে মোহাম্মদ শাহ আলম সৈকত ফুলেল শুভেচ্ছা জানান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৮ জন কর্মরত সাংবাদিকরা হলেন- গোলাম সারওয়ার সেলিম, মাহবুব আলম লাভলু, শামসুজ্জামান ডলার, শ্যামল চন্দ্র দাশ, রোকনুজ্জামান রোকন, নিমাই চন্দ্র ঘোষ, গোলাম হায়দার মোল্লা, জাহাঙ্গীর আলম প্রধান, রেদওয়ান আহমেদ জাকির, ফজলে রাব্বি ইয়ামিন, শহিদুল ইসলাম খোকন, গোলাম নবী খোকন, বাবুল মুফতী, নূরে আলম নুরি, লিয়াকত হোসেন, জহিরুল হাসান মিন্টু, আরাফাত আল-আমিন, আব্দুল মান্নান, মোদাচ্ছের হোসেন, মোঃ কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান চঞ্চল, আব্দুল লতিফ মিয়াজী, পলাশ রায়, শিব শংকর দাস, মেহেদী হাসান সরকার, আশিষ সরকার, গৌতম দে, ইমরান নাজির। পিআইবি’র প্রশিক্ষণ কক্ষে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে।
৩ দিনের এই প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ মফিজুর রহমান, চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান ও পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোঃ শাহ আলম সৈকত।
Leave a Reply