ষ্টাফ রিপোর্টার: পিঅাইবি’র ৩দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষনের প্রথম দিন সম্পন্ন হয়েছ। ২২ ফেব্রুয়ারী পিঅাইবি’র প্রশিক্ষন সেন্টারে বৃহত্তর মতলবের ২৮ সাংবাদিকের এই প্রশিক্ষনটি সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।
প্রশিক্ষনের অানুষ্ঠানিক উদ্বোধন করেন পিঅাইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষন বিভাগের পরিচালক ইলিয়াছ হোসেন ভূইয়া।
প্রথম দিনের বেশীরভাগ সময়ই প্রশিক্ষন দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল অালম চৌধুরী।
এছাড়াও প্রশিক্ষনের সমন্ময়কারী ও প্রশিক্ষক হিসাবে ছিলেন শাহ অালম সৈকত।
৩দিনের এই প্রশিক্ষন ২৪ফেব্রুয়ারী বিকাল ৫টা পর্যন্ত চলবে।
Leave a Reply