স্টাফ রিপোর্টারঃ মাসব্যাপী ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচী বাস্তবায়নে বৃহস্পতিবার বিকেলে আটোয়ারী উপজেলার উত্তর সাতখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘ পঞ্চগড় জেলা শাখার সভাপতি নিশাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যায়লয়টির প্রধান শিক্ষক সুরাইয়া বেগম।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম সৌরভের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন সংগঠনের জেলা প্রধান উপদেষ্টা মোঃ মশিউর রহমান, আটোয়ারী উপজেলা শাখার উপদেষ্টা মাসুদ রানা ও আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ রায়, সমাজক্যাণ সম্পাদক মাহফুজ মিলন, স্বাস্খ বিষয়ক সম্পাদিকা মিরাজুম তাবাসুম অরিন, সদস্য জ্যোতিষ প্রমুখ।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের এক দিনের টিফিনের টাকায় মাস ব্যাপি ১ লক্ষ গাছের চারা বিতরণের কর্মসূচী পালন করা হচ্ছে। গাছের চারা বিতরণ শেষে বিদ্যালয়ের অাঙ্গিনায় গাছের চারা রোপন করেন সংগঠনের সদস্যরা।
Leave a Reply