স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিল্লুর রহমান জুয়েল মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৮শ’ ২৫। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬শ’ ১৩ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মামুনুর রশীদ বেলাল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২শ’ ৩৩ ভোট। নির্বাচনে মোট ভোট কাস্টিং হয়েছে ৩৯হাজার ৭শ’ ৮ ভোট।
এছাড়া পৌরসভার ১৫টি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ১৫জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ৫টি মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ৫জন জয় লাভ করেন।
শনিবার (১০অক্টোবর) সকাল ৯টায় এই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চাঁদপুর পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার ১৫ টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
ব্যাপক অনিয়ম, হামলা, মারধর এবং জোরপূর্বক কেন্দ্র দখলের অভিযোগে দুই মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেন। সকাল ১১টায় বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি ও দুপুর আড়াইটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মামুনুর রশিদ বেলাল নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এদিকে নির্বাচনী সহিংসতায় চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইয়াছিন (১৮)। দুপুর সোয়া ১২ টায় প্রতিপক্ষরা ইয়াসিনের শরীরের বিভিন্ন অংশে ও গলায় কুপিয়ে জখম করে। ঢাকা নেয়ার পথে শহরতলীর বাবুরহাট এলাকায় অ্যাম্বুলেন্সে সে মারা যায়। এছাড়া বিক্ষিপ্ত সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী সিদ্দিকুর রহমান ঢালীসহ প্রায় ১৫জন আহত হয়েছে।
Leave a Reply