-
- কচুয়া
- কচুয়া পৌর নির্বাচন মেয়র পদে ৩, সংরক্ষিত মহিলা আসনসহ কাউন্সিলর পদে ৫৫ জনের মনোনয়ন পত্র জমা
- Update Time : নভেম্বর, ২৮, ২০২০, ৩:১৬ অপরাহ্ণ
- 71 View
স্টাফ রিপোর্টারঃ শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নীলফামারী জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলায় কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের নীলফামারী জেলা শাখার অাহবায়ক মোঃ ইবনে সাঈদ অঙ্কুর।
লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করেন। এরপর শিক্ষার্থীরা গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ কে না বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সদস্য লেলিন, রায়হান, জান্নাত, ইন্না, মারছি, মৌন, নুরালম, আরাফাত প্রমুখ।
Leave a Reply