ক্রীড়া প্রতিবেদকঃ মেয়েদের ফুটবলে এখন সুবাতাস বইছে। দক্ষিণ এশিয়া এবং এশিয়া অঞ্চলে সাফল্য পাওয়া মেয়েদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। গত নভেম্বরে মেয়েদের ফুটবলের উন্নয়নে ৬ বছরের চুক্তি করেছে ঢাকা ব্যাংক। যে চুক্তির আওতায় সিনিয়র ও বয়সভিত্তিক সব জাতীয় দলের খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হবেন। এবার মেয়েদের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ)। গতকাল বাফুফে ভবনে দুই সংস্থার মধ্যে হয়েছে দুই বছরের চুক্তি। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, নির্বাহী সদস্য ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ, সদস্য শওকত আলী জাহাঙ্গীরসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply