স্টাফ রিপোর্টারঃ সোমবার লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের ডিসি পার্কে একটি বকুল গাছের চারা রোপণ ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্ধোধন করেন নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের (এনডিসি) জাকির মুন্সী, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
এরপরে শহরের ঝাউতলা এলাকায় পথচারীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য, এবছরও টিফিনের টাকা বাঁচিয়ে এক লাখ গাছের চারা রোপণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আকাশ, অনুষ্ঠান সম্পাদক চিন্ময় কর্মকার প্রমুখ।
Leave a Reply