স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের হিলি স্থল শুল্ক স্টেশনে নতুন ডিসি (ডেপুটি কমিশনার) সাইদুল আলম রোববার যোগদান করেছেন। তিনি বিদায়ী এসি (সহকারী কমিশনার) মো. আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে তিনি ঢাকা কাস্টম হাউজ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শিফট ইনচার্জ হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দায়িত্ব পালনকালে তিনি স্ক্যানিং এর মাধ্যমে অনেক চোরাচালানকৃত স্বর্ণ আটক করেন। দক্ষ এই কর্মকর্তা এর আগে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী, সোনা মসজিদ ল্যান্ড কাস্টমস স্টেশন, কাস্টম হাউজ আইসিডি কমলাপুর এবং কাস্টম হাউজ মোংলা বন্দরে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ কাস্টমস এ তার অসামান্য কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ WCO (World Customs Organization) তাঁকে ২০১৭ সালে WCO এওয়ার্ড হিসেবে সার্টিফিকেট অব মেরিট প্রদান করেন।
তাঁর গ্রামের বাড়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
Leave a Reply