সুমন আহমেদ, দেবিদ্বারঃ ঈদকে সামনে রেখে মোমেনা সুজাত আলী ফাউন্ডেশন হতদরিদ্র অসহায় ৫০ টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি অসহায় ৫০ টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, সাবেক সচিব রাষ্ট্রদূত আব্দুল হান্নান ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াসসহ মোমেনা ফাউন্ডেশনের পরিচালক বৃন্দ।
এ সময় সাবেক অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াস বলেন, আমাদের পরিবার প্রতিবছরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের জন্মভূমি এলাহাবাদ হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে আনন্দ দিতে আমরা ছুটে আসি। এই কার্যক্রম আমরা যতদিন বেঁচে থাকব আমি ও আমার পরিবার অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
Leave a Reply