শহিদুল ইসলাম খোকনঃ মতলব উত্তর উপজেলা গজরা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জির উদ্যেগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মের নারীদের মাঝে শাড়ী কাপর বিতরন করা হয়েছে।
রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে শাড়ী কাপর বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি।
ইউপি সচিব মহিউদ্দিন আহম্মেদ সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন -গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানাউল্লা মোল্লা, প্যানেল চেয়ারম্যান একেএম আব্দুস ছাত্তার, ইউপি সদস্য শহীদ উল্লাহ, শাহ আলম মোল্লা, শাহজালাল মাস্টার, সূরুজ মুন্সী, নূরুল হক, জাহিদ প্রধান, শিপন মিয়া প্রমুখ।
এ সময় প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব হানিফ দর্জি বলেন- গজরা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের অসহায় ও গরীবদের মাঝে আমি নিজস্ব অর্থায়নে শাড়ী কাপর বিতরন করেছি। তারা যাতে নতুন শাড়ী কাপর পরে দুর্গাপূজায় আরো আনন্দ করতে পাড়ে সে জন্য আমার এ ছোট প্রয়াস। তিনি আরও বলেন -আমি চাই সবাই মিলে মিশে থাকতে। যার যার ধর্ম সে সে পালন করবে। ধর্ম নিয়ে বারাবারি না করে সুন্দর ও সুখী ভাবে জীবন জাপন করি। মতলব উত্তর উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা। আমি চাই এ শান্তি যেন সব সময় বিরাজ থাকে।
Leave a Reply