কষ্ট………
এমন কিছু কষ্ট আছে
যাকে তাকে বললে বিশ্বাস করবে না,
এমন কিছু কষ্ট আছে
রাতের গহীনে তারার মেলায় জল জল করে,
এমন কিছু কষ্ট আছে
আমি তাকে বুজাতে পারছি না,
এমন কিছু কষ্ট আছে
আমার মনের ভিতরে দাগ কেটে যায়,
এমন কিছু কষ্ট আছ
তোমাকে নিয়েও আমি হেরে যাই,
এমন কিছু কষ্ট আছে
জীবনের পথ গুলো এলোমেলো হয়ে আউলা ঝাউলা করে,
এমন কিছু কষ্ট আছে
আপন হয়েও পর করে দাও,
এমন কিছু কষ্ট আছে
জীবনের নানা রঙের দিন গুলিতে মরীচায় ধরে,
এমন কিছু কষ্ট আছে
মনের ভিতর ধুমড়ে মুচড়ে পরে কাউকে বোজানো যায় না,
এমন কিছু কষ্ট আছে
যা প্রতিনিয়ত আমাকে সাপের মতো ছোবল মারে,
এমন কিছু কষ্ট আছে
আমার অহংকার নেই বলেই তোমার কাছে বার বার ফিরি,
এমন কিছু কষ্ট আছে
মুখ ফুটে কাউকে বলতে পারিনা,
এমন কিছু কষ্ট আছে
তুমিবীহিন আমার জীবন শুন্য পরগাছা,
এমন কিছু কষ্ট আছে
আমাতে আমার মাঝে হারিয়ে ফেলি তোমাকে ভেবে,
এমন কিছু কষ্ট আছে
তোমার অনুভবে মিথ্যার সঞ্চালন,
এমন কিছু কষ্ট আছে
দিনকে রাত বলি আর রাতকে দিন,
এমন কিছু কষ্ট আছে
আমি প্রতিনিয়ত তোমার কাছে পেয়ে নিজেকে মানিয়ে নিই,
এমন কিছু কষ্ট আছে
ভাবনার কড়িডোরে চোখের সামনে ভাসলেও তুমি নেই।
এমন কিছু কষ্ট আছে
যা তোমাকে বুজাতে পারবো না।
Leave a Reply