স্তব্দ পৃথিবীর বুকে জাগরন
শুধু তোমার জন্য
উত্তাল ঢেউয়ে ভাঙ্গাগড়া
শুধু তোমার জন্য
নিস্তব্দ নিরবতা অহমিকা
একান্ত তুমি ধন্য
অবহেলা যন্ত্রনাভুক্তি দাও
হয়তো তুমি অন্য।
সকাল বিকাল অভুক্তি তোমার
সাজ বেলাতে ভিন্ন
রাতের গভীরে স্বপ্নলোক
জেগে করো ছিন্ন।
এমন প্রভাতে শিশির তুমি
সাজাও দুর্বাঘাস
সুর্য জ্বলে মিলিয়ে যায়
আমি সর্বনাশ।
এমন কেনো করো তুমি
এমন কেনো হয়
তোমার মন আনাগোনা
আমার কেনো ভয়।
হয়তো তুমি ভুল বুজো
করবে আমায় পর
আমি তোমার বুকে থাকি
সারাজনমের ভর।
নিঃস্কন্ঠ হয়োওনা তুমি
ফিরে পাবার আশা
যতই করো তালবাহানা
তুমি আমার ভালোবাসা।
সময় গুনে শব্দচার
তুমি শেষ আশ্রয়
যত দুরে যাওনা কেনো
আমি নই নয় ছয়।
২৩/০৭/১৯
Leave a Reply