তোমাকে নতুন করে কিছু বলার নেই
আঘাতে আঘাতে চুর্নবিচুর্ন ক্ষত হৃদয়
তোমার মধ্যে আমাকে খুজে ফিরি
তুমি মুগ্ধতায় ভুলেছো অনন্ত সদয়।
পুরনো ইতিহাস গুলো জেগে ওঠে
হৃদয়ের অভ্যান্তরে চোখের কোনে
তুমি অন্যের হয়ে গেলে আমায় ভুলে
আমি এখন একাকীর্ত তোমার কারনে।
তুমি যতটুকু নিজেকে নিয়ে ভাবো
দিবাীনিশি না হয় তোমার পথ পানে
তোমাকে হারাবার ভয় বেধেছিলুম
হৃৎপিন্ডের জোড়ায় সাধারন মনে।
তুমি কেনো এমন করে গেলে চলে
টুকরো টুকরে অন্তর লাগে কি জোড়া
তোমার পথে আমি দাড়িয়ে থাকি খরতাপে
তোমাতে মিশে রবো আমার মনের সারা।
কখনো কি বলেছো ফেলে যাবে
আলতা পায়ে, মেহেদি পড়ে
লাল শাড়িতে নব বধুর সাজে তুমি
আমি বিলীন ভাঙ্গনের কুলের তরে।
আমি নিরুপায় হয়ে ভালোবাসলাম
কখনো করিনিতো অভিনয়
তুমি ভাবলে আমার ভালেবাসা ছিন্ন
সত্য করে বলছি রেখেছি সবিনয়।
আমার দু হাত তোমার হাতে রেখে
কথা দিয়েছিলাম সারা জনম রাখবো যতনে
তুমি আমাকে ভুল বুজে পালালে
আমি যে কাঁদি নীরবে স্বপনে।
দোহাই তোমার আমি তোমার থাকবো
ব্যাচেলর জীবনের টানবো ইতিহাস
যদি কখনো ফিরে আসো আমার ভুবনে
বেঁধে রেখছি মরনপনে বিশ্বাস।
৬/৪/১৯
Leave a Reply