ফরিদগঞ্জ ব্যুরোঃ চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে টানা চতুর্থবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জেলা পরিষদ সদস্য ও ফরিদগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী
সাইফুল ইসলাম রিপন।
এক বার্তায় তিনি বলেন, আল্লাহ তায়ালার অশেষ কৃপায় টানা চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় মেঘনা পাড়ের চাঁদমুখ সফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সেই সাথে চাঁদপুর ও ফরিদগঞ্জের আওয়ামী পরিবারের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।এর আগে আওয়ামী লীগের নবম বারের মতো সভাপতি হিসেবে শেখ হাসিনা ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের পুনঃনির্বাচিত হন।
Leave a Reply