মো. নাছির উদ্দীনঃ বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলের বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এর আগে উইজডেন, এবং ক্রিকেট অস্ট্রলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশেও জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞার কারণে অবশ্য এক বছর ক্রিকেট থেকে বাইরে আছেন তিনি।
হার্ষার দলে সাকিব ব্যাটিং অলরাউন্ডার হিসেবে পাঁচে সুযোগ পেয়েছেন। যেখানে দলে বেন স্টোকসের সঙ্গে অলরাউন্ডার হিসেবেই তিনি জায়গা করে নিয়েছেন।
এই দলে ওপেনিংয়ে রয়েছেন রোহিত শর্মা ও জেসন রয়। তিনে বিরাট কোহলি ও চারে বাবর আজম। পাঁচ ও ছয়ে যথাক্রমে সাকিব ও স্টোকস। দলে উইকেটরক্ষক হিসেবে আছেন জস বাটলার। তিন পেসার হলেন, মিচেল স্টার্ক, জোফরা আর্চার ও জসপ্রিত বুমরাহ। আর একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদ্বীপ যাদব।
হার্ষা ভোগলের বর্ষসেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্ট্রোকস (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জোফরা আর্চার (ইংল্যাান্ড), জসপ্রিত বোমরা (ভারত) এবং কুলদ্বীপ যাদব (ভারত)।
Leave a Reply