নূরে আলম নূরীঃ চাঁদপুর-২(মতলব উত্তর-দক্ষিন) নির্বাচনী আসনে আওয়ামীলীগ ও বিএনপিতে দলীয় প্রতীকে ২জন করে মনোনয়নপত্র জমা দিলেও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটেছে অবশেষে। ৭ডিসেম্বর শুক্রবার কেন্দ্রিয়ভাবে এ নির্বাচনী আসনে চুরান্তভাবে আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচন করার টিকেট পেলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বৃহত্তর ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এড. নুরুল আমিন রুহুল। আর বিএনপির ধানের শীষে নির্বাচন করার জন্য চুড়ান্ত টিকেট পেলেন বিএনপি কেন্দ্রিয় কমিটির অন্যতম সদস্য ড. জালাল উদ্দিন।
এরপূর্বে দলীয় প্রাথমিক মনোনয়নে আওয়ামীলীগ ও বিএনপি ২জন করে প্রার্থীকে দলীয় প্রতীক দিয়েছিলেন। তারা হলেন- আওয়ামীলীগের বর্তমান এমপি ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও এড. নুরুল আমিন রুহুল। অন্যদিকে বিএনপি থেকে কেন্দ্রিয় বিএনপির অন্যতম সদস্য ড. জালাল উদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার জ্যেষ্ঠপুত্র তানভীর হুদা শুভ।
Leave a Reply